ভালো সাংবাদিকতাই সাহসের জায়গা: রোজিনা ইসলাম

ভালো সাংবাদিকতাই সাহসের জায়গা: রোজিনা ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০০: ৪১

 

অ+অ-

 

রোজিনা ইসলাম, প্রথম বাংলাদেশি হিসেবে ফ্রি প্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন

রোজিনা ইসলাম, প্রথম বাংলাদেশি হিসেবে ফ্রি প্রেস অ্যাওয়ার্ড পেয়েছেনছবি: আশরাফুল আলম

সেরা অদম্য সাংবাদিক বা মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট শ্রেণিতে ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড-২০২১’ পাওয়ায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর সহকর্মীরা। বুধবার সকাল থেকেই মুঠোফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে ও সশরীর রোজিনাকে শুভেচ্ছা জানান তাঁরা।

দুপুরের পর রোজিনা ইসলাম প্রথম আলো কার্যালয়ে এলে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। সন্ধ্যায় বার্তাকক্ষে সীমিত পরিসরে আয়োজন করা হয় একটি অভ্যর্থনা অনুষ্ঠান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেখানে রোজিনা ইসলাম বলেন, ‘ভালো সাংবাদিকতাই সাহসের জায়গা। পাঠকেরা সুসাংবাদিকতার পক্ষে ছিলেন ও আছেন। আমি সুসাংবাদিকতা করে যাব।’ তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিগ্রহ, নির্যাতন ও মামলার শিকার হওয়ার ঘটনায় তাঁর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমার অফিস সব সময় যেভাবে পাশে ছিল, তা অনেক বড় বিষয়।’

নেদারল্যান্ডসের হেগ শহরের সিটি হলে অনুষ্ঠানে পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরের কাছ থেকে রোজিনা ইসলামের পুরস্কার গ্রহণ করেন তাঁর স্বামী মনিরুল ইসলাম, ঢাকা থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন রোজিনা ইসলাম

নেদারল্যান্ডসের হেগ শহরের সিটি হলে অনুষ্ঠানে পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরের কাছ থেকে রোজিনা ইসলামের পুরস্কার গ্রহণ করেন তাঁর স্বামী মনিরুল ইসলাম, ঢাকা থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন রোজিনা ইসলাম

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড রোজিনা ইসলামকে ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড-২০২১’ দিয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় এ পুরস্কার ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

প্রথম আলো কার্যালয়ে আয়োজিত রোজিনা ইসলামকে অভ্যর্থনা জানানোর অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, এই পুরস্কারপ্রাপ্তি রোজিনার সাহস ও দক্ষতার প্রমাণ। রোজিনা তাঁর এই অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। তিনি এমন একজন প্রতিবেদক, যিনি যেকোনো পরিস্থিতিতে প্রতিবেদনের তথ্য সংগ্রহ করে নিয়ে আসতে পারেন। তিনি বলেন, চলতি বছরটি প্রথম আলোর জন্য চ্যালেঞ্জিং ছিল। সাংবাদিকতার ক্ষেত্রে প্রথম আলোর আরও ভালো করার সুযোগ রয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, রোজিনা আগেও একাধিক পুরস্কার পেয়েছেন। তবে সেরা অদম্য সাংবাদিকের পুরস্কারের তাৎপর্য অন্য রকম।

প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন বলেন, রোজিনার এই পুরস্কার শুধু তাঁকে নয়, প্রথম আলোকেও অন্য উচ্চতায় নিয়ে গেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন, হেড অব রিপোর্টিং টিপু সুলতান, বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল, উপবার্তা সম্পাদক রাজীব হাসান, ডেপুটি হেড অব রিপোর্টিং ইমাম হোসেন সাঈদ ও তানভীর সোহেল।